টাংগাইলের,ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়ন এর লালমাটি এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনা সূত্রে জানা যায়,,,, 


জিনের বাদশার দেয়া সেই মূর্তি
জিনের বাদশার দেয়া সেই মূর্তি




মৃত সুলতান ফকিরের ছেলে বিল্লাল ফকিরের স্ত্রীর কাছে গত ২১আগস্ট রাত্রি প্রায় আনুমানিক ১.৩০ এর সময় তার ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসে, সিলেট মাজার থেকে কথা বলছি   সে জ্বীনএর বাদশা বলে পরিচয় দিয়ে তাকে লোভ দেখায়। সেই সাথে ভয় দেখিয়ে বলে যে আমাদের কথা বার্তা কাউকে বলেদিলে তুমার স্বামী বা ছেলে মরে যাওয়ার আসংখা রয়েছে।

সেই সাথে তাকে বলা হয় তুমার উপর  আমি খুশি হয়ে একটা সোনার মূর্তি তুমাকে দিতে চাই। 

আরও বলে তুমি যদি আমার একটা উরশ মাহফিলের জন্যে দুই লাখ টাকা দাও তার বিনিময়ে তুমাকে আরও ৭ টা সোনার মহর ভর্তি  কলশি তুমাকে উপহার হিসেবে দেয়া হবে।

বাদশা আরও

জ্বীনের বাদশার খপ্পরে আবারও এক দম্পতি
জিনের বাদশার দেয়া সেই মূর্তি

বলে তুমি যদি তুমার কোনও সোনার অলংকার যেমন চুরি মালা গহনা দাও একটা দিলে দুইটা পাবে দুই টা দিলে চারটা পাবে।

 এমন আরও কিছু লোভ দেখায়।

 গত ২৬ আগস্ট  আবার ফোন দিয়ে তাকে বলা হয় আজ একটা ভালো দিন তাই আজকেই টাকা দিলে তুমার ভালো হবে। 







জ্বীনের বাদশার খপ্পরে আবারও এক দম্পতি


 এই কথা শুনে সে তার অনেক কষ্টে মেয়ের বিয়ের জন্যে জমানো তিন লাখ ছত্রিশ হাজার দুই শতো নগত  টাকা এবং প্রায় ২ভরি সোনার অলংকার  বাদশার কথা মতো গারো বাজার  নামক একটি নির্জন জাগায় নিয়ে রেখে আসে।

তাকে বলা হয়েছিল আজ মানে ২৭ আগস্ট শুক্রবার আসরের নামাজ আদায় করে তার নিজ ঘরের খটার তলায় ৭ টি সোনার মোহর বর্তি কলশি পাবে, কিন্তু বাদশার কোনো কথারই সত্যতার প্রমাণ না পাওয়ার পর এ ঘটনা সবাইকে জানিয়ে দিলে এসব ঘটনা সবার সামনে আসে। ভুক্তভোগীর স্বামী ঢাকা তে থাকায় 

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয় নাই। 





#jiner_badsha #bhndo_baba #news9zero 

#ajker_khobor #_bd_news #_Tangail_news #ghatail_news #bd_news24 #_news24