হিজড়া হয়েও জীবনে অনেক কিছু করা সম্ভব তার জ্বলন্ত প্রমান ময়মনসিংহের এই মানুষটা ,
ফ্রান্স এর বড় কোম্পানিতে চাকরি করেন ,বেতন পান ডলারে ,
তিনি এখন ময়মনসিং এর একটি বেসরকারি কলেজে মাস্টার্স এ ষ্টাডি করছেন পাশাপাশি উত্তরায় একটি বাইংহাউসে চাকরি করছেন ফ্রান্সের হয়ে।
তিনি বলেন এই পর্যন্ত আস্তে তার অনেক জনের অনেক কথা শুনতে হয়েছে,এমন কি অনেকে বলেছে হিজড়া হয়ে আবার লেখাপড়া তুমার ত উচিত দোকানে দোকানে ভুক্ষা করা তা না করে লেখাপড়া করে তুমি কি হতে চাও হুমম।
এসব কথা শুনার পরেও থেমে থাকেনি সে ,সে তার বিবেক বুদ্ধি খাটিয়ে সরকারি ইস্কুল থেকে পাস করে আজ বিশবিদ্দালয়ে মাস্টার্স এ পড়াশুনা করছেন।
করছেন নামিদামি কোম্পানিতে চাকরিও ,
তিনি আরও বলেন ফ্রান্স এর মানুষের মধ্যে শিক্ষা ব্যবস্থা ভালো থাকায় সে বুস্তেই পারেনি যে সে একজন তৃতীয় লিঙ্গের মানুষ,
তবে বাংলাদেশের মানুষের কাছে সে একজন ভিনগ্রহের মানুষ হিসেবেই মনে হয় ,
তবে আমি মনে করি কিছুদিন পর আমাদের বাংলাদেশের মানুষও বুজতে পারবে যে আমরাও কিছু করতে জানি।
0 Comments