শারীরিক গঠনে বড় হলেও মানুসিক বিকাশ হয় নি।

শারীরিক গঠনে বড় হলেও মানুসিক বিকাশ হয় নি এই দুজনের -2021


 এই প্রতিদ্বন্দ্বী দুজন কে নিয়ে মানুষ না না ভাবে না না কথা বললেও তাদের মায়ের কাছে এই দুইজন সর্র্গ থেকে আসা শিশু বলেই জানান তাদের মা ।

৪০ বছর ধরে মা তাদের বুকে আগলে রেখেছে। চাঁপাইনবাবগঞ্জের গোৱস্থাবোর উপজের  গ্রহনপুর  গ্রামের মা তাহমিনা বেগম.. মোহাম্মদ রহিম ও মুহাম্মদ অলি নামের এই দুজনকে নিয়ে খুব কষ্ঠে জীবনযাপন করছেন ,

ডাক্তারের মতে nncfile রোগে আক্রান্ত তারা,যার কোনো চিকিঃসা এখনো আবিষ্কার হয়নি তাই তাদের সব কিছু নির্বর তাদের মায়ের উপর। 

এদের দেখে মনে পরে যায় সেই বিখ্যাত গানটা ,মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। 

আসুন আমরা সবাই মিলে আমাদের আশেপাশে থাকা এমন প্রতিবন্ধী দের পাশে দাঁড়ায় মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে। 

আমি বাসার সরকার এই নিউজটা লিখার সময় চখের জল আটকাতে পারিনি ,

কতোটুকু লিখতে পারলাম জানি না তবে যত টুকু লিখেছি ভালো কিছু লিখতে পেরেছি এটাই আমার সান্তনা।