News9zero


আমি যাকে ভালবাসি হ্রদয়ের সবটুকু উজার করে দিয়েই ভালোবাসি।
দল বল পরিবার ধর্ম সব কিছুকে পিছনে ফেলে শুধু তাকেই ভালবেসে যাই।
প্রতি নেনো সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন বার তার কথা-ই ভেবে চলি,

চাইলেই তাকে কি করে ভুলেথাকি বলো,

তুমি বলেছো আমি জেনো আমার এই মুখ তুমাকে না দেখাই, তাইতো আরাল থেকে আজও তুমার সুখ দুঃখ হাশি কান্না নিসচুপে দেখে চলেছি,

জানি না আমার এই সাস্তি আদ সেষ হবে কি না,

তবে এটা কিন্তু আমি ঠিক যানি যে তুমার এক বিন্দু ভালোবাসাও আমার কপালে লেখা নেই,,

তবুও প্রথম দিনের মতই তুমাকে ভালবেসে যাবো আমার শেষ নিসসাস পর্যন্ত,,,,,,,,

তুমার মনে আছে, একদিন তুমি আর আমি গ্রামের আঁকা বাকা রাস্তা দিয়ে হাটছিলাম তখন তুমি বলেছিলে এমনিই করে আমার হাতটা সারা জীবন ধরে থেকো,  তখন  আমি বলে ছিলাম  আমার সেষ নিসসাস পর্যন্ত তুমার এই হাত দুটো ধরে রাখতে চাই,
তখন আমি বুঝতে পারিনি যে কথাটা আমার তুমাকে বলা উচিত ছিল,
তা হলে হয়তো এই সময় অন্তত তুমি তুমার বিবেকের তাড়নায় হলে-ও আমার কথা একটু হলে-ও ভাবতে।

আজ রবিবার ০৫ফেব্রুয়ারি ২০১৯ এর এই দিনে তুমার সাথে আমার প্রথম দেখা হয়।
শুধু এক পলকের দেখাটাই আমাকে আজ  মৃত্যুর দুয়ারে নিয়ে যাবে ভাবিনি কখনোই,
সুইসাইড করাটা যদি পাপ না হতো তাহলে এই লেখাটা হয়তো আমার মনের ভেতরই রয়ে যেতো।

হে আল্লাহ  হয়তো সুইসাইড পাপ মুক্ত করে দাও আর না হয় জারা ভালোবাসার মতো পবিত্র জিনিসটা কে বেইমানি করে অপবিত্র করে তাদের ধংস করে দাও,।।



লেখকঃ আমি বাশার সরকার আরিয়ান,
আমার শাথে যোগাযোগ করবেন জেভাবেঃ ✆ ০১৯৩৩৯৩৩৪৫৪
ইমেইলঃ bashar.shorkar@gmail.com



News9zero all rights reserved