news9zero

 ১)  তুমি আমাকে বলেছিলে আমাদের ভালোবাসার কথা কাউকে না জানাতে,
কি করবো বলো আমার ভালোবাসা যদি অল্প হতো তাহলে লুকিয়ে রাখতে পারতাম বাট আমার ভালোবাসা সীমাহীন আমি চাইলেও লুকিয়ে রাখা সমম্বব নয়।


২)  ভালোবাসি হ্যা আমিও ভালোবাসি তবে মজনুর মতো নয়
যে নিজের জীবন দিয়ে প্রমান করবো,
ভালোবাসি হ্যা আমিও ভালোবাসি তবে দেবদাসের মতো নয় ,
যে পারু পারু ১২বছর মাছ ধরতে যমুনায় বসে থাকবো।
ভালোবাসি হ্যা আমিও ভালোবাসি সেটা আমার মতো করেই
আমার ভালোবাসা শুধু একটা জিনিস বুঝে আর সেটা হলো তুমাকে আমি চাই যে কোন কিছুর বিনিময়ে |



৩)ভালোবাসার রঙ কি আমি জানি না, ভালোবাসা কত প্রকার তাও জানি নান , ভালোবাসা কি করে হয় তও জানি না , ভালোবাসার স্বাদ গন্ধ কেমন আমি বলতে পারবো না ,
শুদু জানি তুমাকে ছাড়া আমার এক নেনো সেকেন্ডও  থাকতে পারবো না।


৪)  তুমাকে কতোটা ভালোবাসি জানি না ,
শুধু জানি তুমি নেই মানে আমার বুকের বা পাশের টিক টিক করে চলা হার্টবিট টা আর চলছে না , তুমি নেই মানে আমি আছি কিন্তু আমার ভিতরে প্রাণ বলে কিছু নেই ,  তুমি নেই মানে এই মহা শূন্যের শূন্যতার থেকেও বেশি শূন্য আমার জীবন।






৫)   ভালোবাসা এক আজব নিয়মে চলে , হয়তো সেই নিয়ম লাইলী মজনু, সিঁড়ি ফরহাদ , ওরা যেনেছিলো  তাই তাদের ভালোবাসার প্রমান এই পৃথিবীতে রেখে যেতে পেরেছে , কিন্তু আমি তুমাকে শুধু ভালোই বেসে গেলাম যাঁকে বলে এক তরফা ভালোবাসা, জীবনের শেষ নিঃস্বাস পর্যন্ত ভালোবেসে যাবো হয়তো কিছুই পাবো না তার পরেও। 

 

 

 

 

 

news9zero all right resarved   posted by bashar shorkar aryan